বিয়ানীবাজারে টিলা কাটার অভিযোগে একজনের কারাদণ্ড
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে টিলা কাটার অভিযোগে আনিসুর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রোববার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সুপাতলায় গার্ডেন লজে টিলা কাটার স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তফা মুন্না। এ সময় ঘটনাস্থলে টিলা কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটরসহ শ্রমিককে দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক আনিসুর রহমান নামের ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়। দন্ডিত ব্যক্তি পটুয়াখালীর বাউফল উপজেলার মোমিনপুরের স্থায়ী বাসিন্দা।