স্বর্ণ ব্যবসায়ী আশরাফ খাঁনকে ষড়যন্ত্রমুলক মামলা থেকে মুক্তির দাবী
দৈনিকসিলেট ডেস্ক :
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সিলেট শাখার সদস্য ও আলহামরা শপিং সিটির গোল্ড গার্ডেন এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ খানঁকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিলেট জেলা শাখার প্যাডে স্মারক নং বা/সি/জে/শা—৩১/২০২৩—২৯৯১ তারিখ: ২৯/১২/২০২৪ মুলে সংগঠনের সভাপতি মো: মাহবুবুর রহমান সওদাগর ও সাধারন সম্পাদক নির্মল কুমার রায় কর্তৃক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে ব্যবসায়ী আশরাফ খানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অতিসত্তর গ্রেফতারকৃত ব্যবসায়ী আশরাফ খাঁনকে মুক্তি দেওয়ার দাবী জানানো হয়। আশরাফ খান জুয়েলার্স এসোসিয়েশনের ১০৪ নম্বর সদস্য ও সিলেট জেলা শাখার সহ—সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও হক সুপার মার্কেটের ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আয়তুল ইসলাম খানের আপন ছোট ভাই ব্যবসায়ী আশরাফ খান।
হক সুপার মার্কেটের পরিচালনা কমিটির সভাপতি আয়াতুল ইসলাম খান জানান, আমার ভাই কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। সে আওয়ামীলীগ কিংবা তার অঙ্গসংগঠনের কোন সদস্য পদেও তার নাম নাই। উদ্দেশ্য প্রনোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার ছোট ছোট ছেলে—মেয়ে নিয়ে তার স্ত্রী সন্তানরা খুবই কষ্টের মাঝে দিনাতিপাত করছেন। আমার ভাইয়ের দ্রুত মুক্তি দাবী করছি। সেই সাথে মিথ্যা ও বানোয়াট মামলা থেকে আমার ভাইয়ের নাম প্রত্যাহার করতে হবে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: মাহবুবুর রহমান সওদাগর জানান, একজন স্বর্ণ ব্যবসায়ীকে এভাবে আটক করা যায় না। সে কোন সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত নয়। আশরাফ খান আমার সংগঠনের একজন সক্রিয় সদস্য ও একজন স্বর্ণ ব্যবসায়ী। সে সরকারকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিয়ে আসছে এবং সে কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্যও না। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে স¦সম্মানে মুক্তি দিতে হবে। অন্যথায় সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা চাই আইনশৃংখলা বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে আমাদের ব্যবসায়ী আশরাফ খানকে স্বসম্মানে মুক্তি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। তাকে ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতার করে হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।