রাজনগরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
কামরুল আহমদ, রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য কামরুল আহমদ, কামরান আহমদ, গৌছুজ্জামান ও জুয়েল আহমদ সহ উপজেলার কয়েকজন কর্মকতা-কর্মচারী।
পশুরাম উপজেলা থেকে বদলি হয়ে রাজনগর আসা ইউএনও আফরোজা হাবিব শাপলা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের, দেশের উপকার হয়। আমি রাজনগরে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কোনো প্রয়োজনে আমাকে স্বরণ করবেন।