নবীগঞ্জে শিবির নেতা জাহানের বাড়িতে হামলা ও তার অসুস্থ বাবাকে হেনস্থা
নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহান আহমদের বাড়িতে হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় জাহান আহমদের অসুস্থ বাবা সোলেমান মিয়া হেনস্থা করা হয়। জাহান আহমদের বাবা সোলেমান মিয়াকে শারিরীকভাবে লাঞ্চিত করে। জাহান আহমদের বাড়িতে হামলা ও দলীয় সকল কার্যক্রম বন্ধ করার জন্য তার পবিবারকে হুমকি দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত রোববার (২০ অক্টোবর ২০২৩) রাতে শিবির নেতা জাহান আহমদের বাড়ি দীঘলবাক গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জাহান আহমদ দেশে থাকাবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করেছিল। রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্থানীয় এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা জাহান আহমদ যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। এঘটনার জেরে জাহান আহমদের পরিবার প্রতিবাদ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা ও তার অসুস্থ বাবাকে হেনস্থা করে শারিরীকভাবে লাঞ্চি করছে। এঘটনায় জাহান আহমদ যুক্তরাজ্যে ও পরিবার বাংলাদেশ চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে।
জাহান আহমদের বাবা সোলেমান মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলে জাহান আহমদ যুক্তরাজ্য যাওয়ার পর থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের পরিবারের উপর একের এক জুলুম, নির্যাতন, হামলা ভাংচুর করে আসছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করে যাওয়ার সময় এই বলে হুমকি দেয় যে, তর ছেলে দেশে আসলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবো। তাই আমরা চরম নিরপত্তাহীনতায় জীবনযাপন করছি। আমি ঘটনার সাথে জড়িতদের শাস্তির জোর দাবি জানাচ্ছি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুটোফোনে বলেন, ছাত্রশিবির নেতা জাহান আহমদের বাড়িতে হামলা ও হেনস্থা অভিযোগ পেয়েছি। তবে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করে ওসি।