‘গুজবে কান দেবেন না’, টিকিট ইস্যুতে বিসিবি সভাপতি
দৈনিকসিলেটডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়িয়েছে গতকাল। মাঠের ক্রিকেটে চার-ছক্কার বৃষ্টি হলেও মাঠের বাইরে টানা দুইদিন টিকিট নিয়ে রীতিমতো ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মধুমতি ব্যাংকের সাতটি ব্রাঞ্চে যে টিকিট দেওয়া হবে, সেটা জানানো হয় বিপিএল শুরুর মাত্র ২৬ ঘণ্টা আগে। দর্শকদের অভিযোগ, মধুমতি ব্যাংকেও ঠিকঠাক টিকিট দেওয়া হচ্ছে না তাদের। এ নিয়ে গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কাকাণ্ড ঘটে। টিকিট ইস্যুতে গুজবে কান না দিতে দর্শকদের অনুরোধ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিপিএলের উদ্বোধনের পর গতকাল ব্রডকাস্টার টি-স্পোর্টসকে ফারুক বলেন, ‘টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গিয়েছি প্রথমদিকে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেকোনো নতুন সিস্টেমে একটু ত্রুটি থাকবেই শুরুতে। একটু ধৈর্য ধরবেন। কোন গুজবে কান দেবেন না কেউ। সাতটা দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে দুই কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২২-২৫ হাজার। এখানে সবাইকে একুমেডেট করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে টিকিট পাবেন; সুশৃঙ্খলভাবে করেন। আমরা এরকম বাংলাদেশই চাই।’
এবারের বিপিএলের আগে আয়োজক তিন শহর ঢাকা, সিলেট ও চট্টগ্রামে কনসার্ট করেছে বিসিবি। এছাড়াও রাখা হয়েছে মুগ্ধ কর্নার, জিরো ওয়েস্ট জোন। ফারুক আহমেদের চাওয়া খেলা ঠিকমতো হোক। তিনি বলেন, ‘খেলা মাঠে গড়াক। আমি চাই যে খেলা ঠিকমতো হোক। যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করেছি নতুন বাংলাদেশে আমরা, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাবো এই বিপিএলের মাধ্যমে।’
বিপিএলের সূচিতে পরিবর্তন
আসর শুরু হওয়ার আগ মুহূর্তে বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আজকের দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানারকম বিধিনিষেধ রয়েছে। সেই নির্দেশনার আলোকেই ওইদিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে। সূচি অনুযায়ী আজ (৩১শে ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এ ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে শুরু হবে বিকাল ৫টায়। এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।