বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তির ফল প্রকাশ
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামে খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নানের বাড়ীতে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় বৃত্তি বাস্তবায়ন কমিটি এ ফলাফল প্রকাশ করে। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনট্রাকশন পিটিআই হবিগঞ্জের খসরুজ্জামান।
বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবহাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাফাত হোসেন।
বক্তব্য রাখেন খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য সংবাদ কর্মী মোস্তাক আহমদ মোস্তফা।
স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন বৃত্তি বাস্তবায়ন কমিটির পরীক্ষক আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু ইসহাক।পরে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে মোট ৩০ জন বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সভাপতি মাষ্টার সুহেল মিয়া।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা হলেন, মিনহাজুল আমীন তামিম রোল-০৩৯৯ রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেন, তায়্যিবা বেগম-রোল-০৪০৬ বাওয়ান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উম্মে আয়মন রোল-০৮৪ তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদিহা আফরুজ রোল-৪৮৭ হযরত শাহজালাল একাডেমি, তায়্যিবা তাজমীন নাজাত রোল-৪৩৮ তালিব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।