সিলেট কাষ্টঘরে টাস্কফোর্সের অভিযানে মাদকসহ আটক ২
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযানে মাদকসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৮৯ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কাষ্টঘরের বাসিন্দা মৃত মথুয়া লালের স্ত্রী কেরাইয়া লাল (৭০) ও তাদের ছেলে উত্তম লাল (৫০)। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। এসময় র্যাব-৯ এর ২টি টিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।