বিয়ানীবাজারবাসীর জন্য আনন্দ-বেদনা ও ঘটনাবহুল ছিল ২০২৪
মিসবাহ উদ্দিন
সমাপ্তির চূড়ান্ত বারতা ছড়িয়ে দিয়েছে খ্রিষ্টীয় বছর ২০২৪। অনেক পাওয়া-না পাওয়া, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প নিয়ে আজকের সূর্যাস্তের পর স্মৃতি হবে সে। আগামীকালের সূর্য পৃথিবীতে হাজির হবে নতুন বছর ২০২৫ এর সুবাস নিয়ে। সুন্দর আগামীর প্রার্থনায় ব্যাকুল হবে পৃথিবীর মানুষ। তবু নানা কারণে বিশেষ গুরুত্ব বহনকারী ২০২৪-এর দিকে বারবার ফিরে তাকাবে তারা। বিদায়ি খ্রিষ্টীয় বছরটি প্রায় সবার জীবনেই বিশেষ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৪ একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে চড়াই-উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে পুরো সময়। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন বা জুলাই-আগস্ট আন্দোলন অথবা ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪ সালে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। তার ধারাবাহিকতার মধ্যে বিয়ানীবাজার ছিলো নানা আলোচনা ও সমালোচনা ।
বিদায়ী বছরে বিয়ানীবাজার উপজেলার মানুষও আলোচিত বেশ কয়েকটি ঘটনা স্মরণ করছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৪ ছিল বিয়ানীবাজারবাসীর কাছে বেশ ঘটনাবহুল।
২০২৪ সাল ছিল লিপ ইয়ার। প্রতি চার বছর পরপর একবার এই সৌভাগ্য হয় আমাদের পৃথিবীবাসীর। চলতি বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে শেষ হয়। এই বছরে সবচেয়ে অস্বস্থিতে ছিলেন এখানকার অভিভাবকবৃন্দ। অন্তত: ৪০টি প্রেমিক যুগল বিয়ানীবাজার থেকে পালিয়ে যায় আবার বিভিন্ন স্থান থেকে আসে। প্রতিমাসে অন্তত: ৪-৬টি প্রেমিক জুটির পালিয়ে যাওয়ার খবর পান গণমাধ্যম কর্মীরা। আদরের সন্তানের এমন বখে যাওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোতে বইছে বিষাদের রোল, কোন পরিবারে বেড়েছে বিভক্তি। বছরের শেষেও কেউ বিপথগামী সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আবার কেউ আছেন নীরবতার চাদরে মোড়া। বছরজুড়ে বিরুপ আবহাওয়ায় ভোগান্তিতে ছিলেন উপজেলাবাসী। প্রচন্ড খরা, গরম, অতি বৃষ্টি, বন্যায় জনজীবনে নাভিশ্বাস দেখা দেয়। গত জানুয়ারীর শীতও বেশ ভূগিয়েছে মানুষকে। ৩১শে মার্চ রাতে শিলাবৃষ্টির তান্ডব বহু বছর স্মরণ রাখবে ভূক্তভোগী পরিবার।চলতি বছর উপজেলাবাসী হারায় এখানকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা হাজী এম এ মান্নানকে। বছরের শুরুটা হয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। ঘটনাবহুল ৭ জানুয়ারীর নির্বাচন বিয়ানীবাজারে তেমন সাড়া ফেলতে পারেনি। ডামি নির্বাচনে এমপি পদে বিজয়ী হন নুরুল ইসলাম নাহিদ। এরপর উপজেলা নির্বাচন। সেই নির্বাচন আওয়ামীলীগকে তছনছ করে দেয়। স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পল্লব অল্প ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে জাতীয়-উপজেলা কোন ভোটেই বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো অংশ নেয়নি। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হন পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান। ১৪ ফেব্রুয়ারী প্রথমবারের মত নারী সংসদ সদস্য পান বিয়ানীবাজারের মানুষ। রুমা চক্রবর্তীর নাম এই পদে ঘোষণা করা হলে রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি হয়।
গত ১১মার্চ ঘোষণা করা হয় বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) কমিটি। চিনি ছিনতাই কান্ডে উপজেলা ও পৌর কমিটি বাতিল করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ৮ জুন উপজেলার চারখাই এলাকা থেকে ট্রাক বোঝাই চিনি ছিনিয়ে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে বিয়ানীবাজারে তুলকালাম কান্ড ঘটে।
৩ এপ্রিল বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসে অভিযান চালায় দুদক। চলতি বছর ৩ জন উপজেলা নির্বাহী অফিসার, ৩ জন অফিসার ইনচার্জ (ওসি) এখান থেকে বদলী হয়েছেন।
৪ মার্চ বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের জলঢুপ এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি এমরান আহমদ (২৪) নিহত হন। ৪ মে পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শিবলু আহমদ মারা যান। গত ৯ এপ্রিল বিয়ের মাত্র ১৮দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নববধূ তাহমিনা তাছরিন (২০)। উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন (২৮) এর সাথে তার বিয়ে হয়। গত ১লা মার্চ সীমান্তবর্তী মুড়িয়া ইউনিয়নের সারোপার বাজারে গণপিটুনিতে নিহত হন মখলিছ আলী (৫২)। তিনি মাদকাসক্ত এবং ভাসমান জীবনযাপন করতেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ১৮ জানুয়ারী উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক এলাকায় নিজ বাড়ির সামনে অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহমুদ হোসেন মারা যান। গত জুলাইয়ে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামের কালীবাড়ি নামক এক জঙ্গলের পুকুরে মতিউর রহমান নামের একজনের ভাসমান মরদেহ পাওয়া যায়। দুবাগে পারিবারিক কলহের জের ধরে আপন ভাইয়ের কোদালের আঘাতে আদিল হোসেন খুন হন। নিহত আদিল হোসেন ও ঘাতক আব্দুল কাদির দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের পুত্র। ৩১ অক্টোবর চারখাই ও লাউতা ইউনিয়াধীন এলাকা থেকে দু’টি লাশ উদ্ধার করা হয়। চারখাইয়ের পইলগ্রাম থেকে নিশা বেগম (২৪) এবং জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে জুবের আহমদ (৩৫) নামের আরেক যুবকের লাশ পাওয়া যায়।
গত নভেম্বর মাসে বিয়ানীবাজার পৌরশহর উত্তাল হয়ে ওঠে ইসকন বিরোধী এক ঘটনাকে কেন্দ্র করে। পরে অবশ্য তা সামাজিকভাবে নিষ্পত্তি হয়।
তবে পুরো বছরের মধ্যে আগস্ট মাস ছিল বিয়ানীবাজারবাসীর কাছে বেশ আলোচিত। ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুথ্থানের পর ৩ জনের মৃত্যু, সিলেট নগরীতে সাংবাদিক তুরাবের মৃত্যূ, নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে চারখাইয়ের সোহেল আহমদের মৃত্যু এখনো আলোচিত হচ্ছে। এসব ঘটনায় একাধিক মামলা, আওয়ামীলীগ নেতাদের আত্মগোপন বছরটিতে ভিন্নমাত্রা যোগ করে।
বছরজুড়ে নিত্যপণ্যের দামে স্বস্তি ছিল না মানুষের। চাল, ডাল, তেল, আটাসহ বেড়েছে প্রায় সব পণ্যের দাম। ডিসেম্বরের আগে পর্যন্ত বছরব্যাপী চড়া ছিল সবজির দাম। গরুর মাংসের দাম এক বছরের ব্যবধানে একশো-দেড়শো টাকা বেড়েছে। সঙ্গে চড়া ছিল সব মাছের দাম-ই। ব্যাংকে ছিল নগদ টাকার সংকট। প্রবাসী আয়ে সংসার চালাতে হিমশিম খান উপজেলাবাসী।
বিদায়ী ২০২৪ সাল নিয়ে কথা হয় শিক্ষাবিদ আলী আহমদের সাথে। তিনি বলেন, ভালো-মন্দে কেটেছে বছরটি। তবে আগামী বছর সবার জন্য ভালো কাটুক প্রত্যাশা করি। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, সব বিদায়েই থাকে আনন্দ-বেদনার কাব্য। তবে আগামীতে সব অনিশ্চয়তা কেটে যাওয়ার আশায় বুক বাঁধে মানুষ। নেতিবাচক বিষয়গুলো দূরে ঠেলে সুন্দর আগামীর প্রত্যাশা করেন সবাই।