মৌলভীবাজারে ধর্ম অবমাননার অপরাধে সংখ্যালগুর দোকানে হামলা: আহত যুবক গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার সদর থানার অন্তর্গত জগৎসী গ্রামের রানু সূত্রধরের ছেলে জয় সূত্রধরকে গতকাল মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে গ্রেফতারের খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় বিগত ১১/০৪/২০২৩ ইং তারিখে রাতে রানু সূত্রধরের জগৎসী বাহারগঞ্জ বাজারের দোকানে একদল মুসল্লী এসে হামলা চালায় এবং তার ছেলে জয় সূত্রধরকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারি জয় সূত্রধর নাকি ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছে।
এই বিষয়ে রানু সূত্রধরের সাথে কথা বললে তিনি জানান যে,কে বা কারা আমার ছেলের ছবি এবং নাম ব্যবহার করে ফেইসবুক আইডি খুলে ইসলাম ধর্ম বিরুধী পোস্ট শেয়ার করে ও পোস্ট করে এসব বিষয়ে আমি বা আমার ছেলে কিছুই জানতাম না ১১/০৪/২৩ ইং তারিখে কামরান হোসেনের নেত্রীত্বে আমার দোকানে হামলা চালায় আমাদের কে মারপিট করে এবং আমার ছেলে জয় কে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরের দিন সকালে পথচারীরা রাস্তার পাশে তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং আমাকে খবর দেয়। আমি তাৎক্ষনিক হাস্পাতালে আসি। গতকাল মৌলভীবাজার সদর থানার পুলিশ চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়।
এব্যাপারে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান যে জয় সূত্রধরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অপরাধের ভিক্তিতে মিলাদ হোসেন ( সাবেক চেয়ারম্যান) বাদী হয়ে ১২/০৪/২০২৩ ইং তারিখে মামলা দায়ের করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা তাকে গ্রেফতার করেছি।