সহসভাপতি রাশেদের পিতার মৃত্যুতে শাবি প্রেসক্লাবের শোক প্রকাশ
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৮তম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি রাশেদুল হাসানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্লাবের নেতৃবৃন্দরা।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈমের এক যৌথ বিবৃতিতে এ শোকবার্তা জানানো হয়।
বুধবার সকাল সাড়ে ৮টায় রাশেদুল হাসানের পিতা আবুল কাশেম হৃদরোগজনিত কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
শোক জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, রাশেদুল হাসানের পিতার মৃত্যুতে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।
উল্লেখ্য, রাশেদুল হাসানের পিতা মো. আবুল কাশেম কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। তার ছেলে রাশেদুল হাসান শাবিপ্রবির গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদপত্র দৈনিক ইনকিলাবের শাবিপ্রবি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।