২০২৫ সাল যেমন যাবে বিশ্বনেতাদের
দৈনিকসিলেট ডেস্ক
নতুন বছর মানেই নতুন চিন্তা-ভাবনা, নতুন পরিকল্পনা। কীভাবে আগামীর দিনগুলো কাটবে তা নিয়ে সবাই হিসাব-নিকাশ করতে থাকেন। তেমনই ২০২৫ সাল বিশ্বনেতাদের কেমন যাবে, তা নিয়ে আমাদের এবারের আয়োজন-
ডোনাল্ড ট্রাম্প
নবনির্বাচিত প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র
২০২৫ সাল বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশ চ্যালেঞ্জিং বছর। বিভিন্ন দেশে তিনি বিদেশ নীতি প্রয়োগে আলোচিত-সমালোচিত হবেন। অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয় নিয়ে সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ বছর বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলা তার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তথাপি তার শাসনামলে সারা বিশ্বে মার্কিন আধিপত্য বজায় থাকবে। শরণার্থী সমস্যা ও পররাষ্ট্রনীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের কার্যক্রম চ্যালেঞ্জের সম্মুখীন হবে। অভিবাসননীতির জন্য তিনি সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য মার্কিন প্রশাসন চাপে থাকতে পারে। এ বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হতে পারে। বিজ্ঞান, মহাকাশ গবেষণা ও ক্রীড়াঙ্গনে ঈর্ষণীয় উন্নতির সম্ভাবনা আছে। স্বদেশের নাগরিক জীবন ও দেশ রক্ষার প্রতি তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন।
ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ
বিশ্বনন্দিত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মেধাবী-বিনয়ী দেশ-বিদেশে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য ২০২৫ সাল চ্যালেঞ্জিং বছর। জন্মতত্ত্ব অনুযায়ী তথ্য (২৮.০৬.১৯৪০) পাশ্চাত্য জ্যোতিষমতে ড. মুহাম্মদ ইউনূস কর্কট রাশির জাতক। কর্কট রাশির অধিপতি চন্দ্র। ওই রাশির শুভ বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। এ বছর তার শারীরিক অবস্থা ভালো না থাকলেও মানসিক দিক থেকে চাঙ্গা থাকবেন। তিনি বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার গৃহীত পদক্ষেপ বিভিন্ন মহলে আস্থা অর্জনে সক্ষম হবে। দেশের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে বেশ চাপে থাকতে হতে পারে। নিজের বিজ্ঞ ও সুচিন্তিত পদক্ষেপের কারণে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে আন্তরিক প্রচেষ্টা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন। আন্তর্জাতিক পর্যায়ে বিদেশনীতি ও কূটনৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন। দেশের রাজনৈতিক নীতি নির্ধারক হিসেবে সবার সঙ্গে সমন্বয় রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইতিবাচক মনোবৃত্তি, সাহসিকতা ও সংকল্পের দৃঢ়তার জন্য সামগ্রিক বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবেন। যোগ্য নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
খালেদা জিয়া
চেয়ারপারসন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ২০২৫ সাল শুভাশুভ মিশ্রিত বছর। রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে। বেগম খালেদা জিয়া পাশ্চাত্য জ্যোতিষমতে সিংহ রাশির জাতিকা। তাই এ রাশির অনেক শুভ বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। এ বছর তিনি বিভিন্ন পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে দলকে গুছিয়ে আনার প্রচেষ্টায় থাকবেন। নতুন বছরে তার শারীরিক ও মানসিক অবস্থা আগের তুলনায় ভালো যাবে। শারীরিক ও মানসিকভাবে অনেকটা সুস্থ থাকলেও কাজের চাপ বাড়বে এবং কর্মজনিত ক্লান্তি অনুভব করতে পারেন। দলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়বে। চিকিৎসার্থে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে তার দলের নীতি নির্ধারণে তার ভূমিকা প্রশংসিত হবে। এ বছর জনসাধারণ ও তৃণমূল পর্যায়ে বেগম জিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী
ভারত
২০২৫ সাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রতিকূল বছর। মার্চের ২৯ তারিখ পর্যন্ত বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। অভ্যন্তরীণ রাজনীতিতে তার সরকার বেশ চাপের মধ্যে থাকবে। মে মাসের পর থেকে সার্বিক পরিস্থিতি ভালো যাবে। আন্তর্জাতিক পর্যায়ে তার কূটনৈতিক তৎপরতা বাড়বে। বিশ্ব রাজনীতি ও বিশ্ব বাণিজ্য নীতিতে চাপে থাকতে হতে পারে। নরেন্দ্র মোদি তার শাসনব্যবস্থাকে জোরদার করার জন্য সচেষ্ট হবেন, কিছুটা আলোচিত-সমালোচিত হবেন। এ বছর কিছুটা জনপ্রিয়তা কমতে পারে। অর্থনৈতিক মন্দা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নরেন্দ্র মোদির জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। সবমিলিয়ে তার সরকার বিভিন্নমুখী চাপে থাকবেন।