সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক
দৈনিকসিলেট প্রতিবেদক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা উভয়ই ভারতীয় নাগরিক।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট ব্যাটালিয়ান-৪৮ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের ভেতর শ্যামারগাও নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নান্টু বিশ্বাস ও সুবোধ বিশ্বাস। তারা ভারতের শিলং ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রামের বাসিন্দা।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ভারতীয় ঐ দুই নাগরিককে আটকের পর সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।