ভারত থেকে ফেরার পথে চুনারুঘাট সীমান্তে যুবক গ্রেফতার
নুর উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে ফোরার পথে বরিশাল জেলার রোহান আহম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাল্লা সীমান্ত ফাড়ি।
গ্রেফতারকৃত রোহান আহম্মেদ বরিশালের উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) তার বিরুদ্ধে মামলা দায়ের পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এরআগে (১ জানুয়ারী) দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তের ১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাল্লা টেকেরঘাট নামক স্থান হতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বোরহান আহম্মেদকে আটক করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটককৃত বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর আলম বলেন, বিজিবি কর্তৃক মামলা দেওয়ার পর আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।