সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও একজন আহত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমান আলী (২৫) উপজেলার বুড়দেও গ্রামের সুরুব আলীর ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক শাওন আহমদ (২৪) আহত হয়। সে একই গ্রামের আমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী বালুবাহী একটি ট্রাকের পিছনের চাকার সাথে থানাবাজারগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হন। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ঘাটক ট্রাকে ভাংচুর করে সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে কয়েক ঘন্টা এ সড়কে যানচলাচল বন্ধ থাকে।
আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় বাসিন্দা গোলাপ আহমদ জানান, সড়কের উপরে ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধভাবে পার্কিংয়ের কারণে আজকের দুর্ঘটনাটি ঘটেছে। মহাসড়কের উপরে অবৈধভাবে পার্কিংয়ের কারণে প্রতি মাসেই দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ সড়কে। অবৈধভাবে পার্কিং বন্ধ করতে প্রশাসনের নজরদারির জোড় দাবী জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনার খবর পেয়েই নিহতের লাশ উদ্ধারের প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।