ষড়যন্ত্র মোকাবিলা করতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
দৈনিকসিলেট ডটকম
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রিয় মাতৃভূমিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মহল চাপে রাখার চেষ্টা করছে, এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তারা দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
শনিবার বিকাল ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পরগনা বাজার সংলগ্ন মাঠে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এসব দেশি-বিদেশি ষড়যন্ত্রকে মোকাবিলা করতে দেশে একটি রাজনৈতিক সরকারের বিকল্প নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।’
তিনি বলেন, ‘বর্তমান সময়ে একটি বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে জনগণের অতিপ্রিয় করে গড়ে তোলার চেষ্টা করে জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। দেশের জনগণ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ।’
ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আনোয়ার হোসেন মানিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, রেজাউল করিম রায়হান, সাদিকুর রহমান টিপু, মো. সাহাদ মিয়া মেম্বার, ফখরুল ইসলাম পাপলু, রাজু চৌধুরী, আসাদুর রহমান রুয়েল, জহিরুল ইসলাম তানিম, বদরুল ইসলাম, শহিদুর রহমান কয়েছ, নুরুল ইসলাম শহিদ, আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, যুগ্ম আহ্বায়ক রাহিবুল ইসলাম সুজন, হাফিজুল করিম সায়মন প্রমুখ।