লাখাইয়ে শিক্ষা উপকরন বিতরণ
মহসিন সাদেক, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল “বিএনপি” লাখাই উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের শতাতিক খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেওয়া হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় বুল্লা শহবায়েজিদ (রাঃ) মাজার মাঠ ও বামৈ ইউপি কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে গউছ প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মকে জানানো আমাদের সকলের” শিশুরা যেন সত্য ইতিহাস জানে সেজন্য ভুমিকার রাখার আহবান জানিয়ে তিনি বলেন সত্যের পক্ষে অবস্থান থাকলে একটি দেশ স্থীতিশীল থাকবে, একটি দেশের গনতন্ত্র সুরক্ষিত থাকবে।
গনতনেন্ত্রর জন্য বাংলাদেশের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, যে গনতন্ত্র যখনই যারা হরন করার চেষ্টা করেছে তাদের পরিনতির কথা উল্লেখ করে তিনি গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবের চেতনা আর প্রত্যাশার পুরনের প্রত্যায় ব্যক্ত করে মানুষের হৃদয় জয় করার আহবান জানিয়ে দলের আদেশ নির্দেশ মেনে চলার আহবান রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবন্দের প্রতি।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডঃ সামসুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,শামসুদ্দিন আহমমদ, শাহ আলম গোলাপ, সেতু, সাসসুল ইসলাম সমসু, আব্দুল মুত্তালিব মেম্বার এনাম আহমেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।