কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণের মামলায় যুবক গ্রেফতার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার শামীম মিয়া (২০) উপজেলার কাঁঠাল বাড়ি গ্রামের নবী হোসেনের ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা থেকে জানা গেছে, প্রায় দেড় বছর আগ থেকে স্কুলে যাতায়াতের সময় ১৪ বছরের স্কুল পড়ুয়া ছাত্রীকে বিভিন্ন ভাবে প্রেমের প্রস্তাব দিয়া ডিস্টার্ভ করতে থাকে শামীম মিয়া। বিষয়টি মেয়ের বাবা জানার পরে মেয়েকে স্কুলে যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দেন। গেলো ২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় মেয়েটি তার খালার বাসায় (পাশাপাশি বাড়ী) ফ্রিজে মাছ রাখার জন্য নিজ বাড়ী থেকে বাহির হয়। পরবর্তীতে রাত ৯টা বেজে গেলেও বাসায় ফিরে আসেনি দেখে তাহার খালার বাসায় গিয়ে মেয়ের বাবা খুজ নিয়ে দেখেন সেখানেই যায়নি। মেয়ের বাবা দ্রুত আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করিলে লোকমুখে শুনতে পান যে, স্থানীয় বাসিন্দা ইসমাইল মিয়ার বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে আসামীসহ আরো তিন জনের সহায়তায় সিএনজি যোগে জোরপূর্বক অপহরন করে অজ্ঞাতস্থানে নিয়া যায়।
পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সুরাহা করে দিবে জানান। এরপর শনিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে।