চুনারুঘাটে সেনা প্রধানের মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ৪টায় চুনারুঘাট সদর ইউনিয়নের উত্তর নরপতি গ্রামে শীতার্ত দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে ২শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ ছাড়াও উত্তর নরপতি একটি এনজিও সামনে দিনব্যাপী ১৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে সেনাবাহিনীর অভিজ্ঞ ডাক্তার ৩ শতাধিক রোগীদের সেবা দেন। এছাড়া বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করতে এসেছি। ১৭ পদাতিক ডিভিশনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করতে পেরে ভালো লাগলো। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবা অব্যাহত থাকবে। এসময় ১৭ পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান AWC, AFWC ,PSC ও হবিগঞ্জ এরিয়ার এরিয়া কমান্ডারসহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে বিকেল ৩টায় সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টারযোগে পৌর শহরের ডিসিপি হাইস্কুল মাঠে অবতরণ করেন সেনাপ্রধান। এর পর সড়কপথে গাড়িতে করে উপজেলার নরপতিতে অস্থায়ী সেনাক্যাম্পে যান তিনি। সেখানে কাজ শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকা উদ্দেশে রওয়ানা দেন।