হবিগঞ্জে পানির সেচ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত
দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৬ জানুয়ারী) বিকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জয়নগর এলাকাবাসী রত্না নদী থেকে কৃষি জমিতে পানি সেচ দিতে থাকেন। এসময় রিচি এলাকার যুবলীগ ও ছাত্রলীগ নেতা এবং নুর মিয়ার ছেলে ওয়াসিম উদ্দিন, জসিম উদ্দিন ও জাবেদ মিয়াসহ বেশ কয়েকজন বাঁধা দেন। তারা জানান, নদী তারা লিজ নিয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাঁধানোবাদ হয়। এক পর্যায়ে ওয়াসিম ও জসিম তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। একে পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
গুলিবিদ্ধ ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মঙ্গলবার সকালে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। তবে গুলির বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।