সিলেটের মাঠে ঢাকাকে গুঁড়িয়ে রংপুর বিজয়ী
দৈনিকসিলেট ডেস্ক :
টানা পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের শীর্ষস্থান অটুট রেখেছে রংপুর রাইডার্স। আজ ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর। অন্যদিকে টানার চার ম্যাচেই পরাজিত ঢাকা ক্যাপিটালস।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে রংপুর রাইডার্স।
১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ৫ রান করে আউট হন ওপেনার আজিজুল হাকিম সাজঘরে ফিরে যান মোস্তাফিজুর রহমানের বলে জেসন রয়কে ক্যাচ দিয়ে। তবে রানের ধারা অব্যাহত রাখেন অ্যালেক্স হেলস। ২৭ বলে ৪৪ রান করেন তিনি আউট হওয়ার আগে। তিনি ফিরে গেছেন মোসাদ্দেকের বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে।
দলীয় ৭২ রানে সাইফ হাসান ফিরে যান ১৩ রান করে। তবে বাকি পথ রংপুর অনায়াসেই পেরিয়ে যায় খুশদিল শাহর ১৩ বলে ২৭ ও ইফতিখার আহমেদের ১২ বলে ৯ রান করে ৭ উইকেটের জয় আদায় করে নেন রংপুর।
এর আগে, মাত্র ১১১ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেও তাদের দ্বারা সম্ভব হয়নি ইনিংস বড় করা। হাবিবুর রহমান সোহান ১৪, জেসন রয় ১৮, তানজিদ হাসান ২০, মোসাদ্দেক হোসেন ১২ ও আলাউদ্দিন বাবু ১৬ রান করলেও ইনিংসকে বড় করতে ব্যর্থ হন তারা।
রংপুরের হয়ে নাহিদ রানা সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন আকিফ জাবেদ ও খুশদিল শাহ। একটি করে উইকেট শিকার করেছেন মাহেদি হাসান, ইফতিখার আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।