বড়লেখা সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সাথে নিসচা’র মতবিনিময়
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবদুস সবুর এর সাথে সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন ও সামাজিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা এবং নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবদুস সবুরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জাকারিয়া আহমদ, মাহিনুর ইসলাম মাহিন, শাহাব উদ্দিন প্রমুখ।
এসময় জনস্বার্থে নিসচা’র সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবদুস সবুর।