কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতা আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদযাপন করায় সিলেটের কোম্পানীগঞ্জে শাহীন আহমদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোম্পানীগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার তেলিখাল বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।
জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলার সভাপতি ওমর আলীর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপনে মুখে মাস্ক পরে কেক কেটে উদযাপন করেন তারা। এসময় তাদের প্রায় ১৫/২০ জন জড়ো হয়ে স্লোগান দিতে দেখা গেছে। এর আগে গত আগস্টের গনঅভ্যুত্থানের বিরুদ্ধে মাঠে দাপটের সাথে সক্রিয় ছিলেন শাহীন আহমদ। সে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার সাথে জড়িত থাকায় একাধিক প্রমাণ রয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার প্রমাণ রয়েছে। আটক শাহীন আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।