বিয়ানীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিমের পদোন্নতি
মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম পদোন্নতি পেয়েছেন। সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিকে তাঁকে সহযোগী অ্যধাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৭৬৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে একজনকে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া সহযোগী অধ্যাপকেরা জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড অনুযায়ী বেতন পাবেন।
এরআগে গত সেপ্টেম্বর মাসে সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়।দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষকতা করছেন সহযোগী অধ্যাপক আব্দুর রহিম। দীর্ঘ সময় পর তার পদোন্নতি খবরে শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।