সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ
দৈনিকসিলেট ডটকম
সিলেটে পুলিশের চেকপোস্ট দেখে ট্রাকভর্তি চোরাই চিনি রেখে পালিয়েছে চোরাকারবারিরা। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাতে এসএমপির মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন বলেন, ৩০৮ বস্তায় ১৫ হাজার ৯২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ চিনির মূল্য ১৮ লাখ ১১হাজার ৪০টাকা।
তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শাহপরাণ থানার শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়কে পুলিশ দেখে অদূরে একটি ট্রাক ফেলে রেখে চালকসহ চোরাচালানি দল পালিয়ে যায়। এ দৃশ্য দেখে পুলিশ দল এগিয়ে গিয়ে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় চিনির বস্তা পায়। ট্রাকটি তামবিল মহাসড়কের সুরমা গেট বাইপাস থেকে মুরাদপুরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তখন সিলেট সেনানিবাসের প্রধান গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেছিল। ট্রাকটি চেকপোস্ট থেকে ২০০ গজ দূরে ফেলে চালক ও তার সঙ্গে থাকা দুজনসহ মোট তিনজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান। ট্রাকে থাকা ৩০৮টি চিনির বস্তার গায়ে ইংরেজিতে লেখা রয়েছে, ‘হোয়াইট ক্রিস্টাল সুগার-ইন্ডিয়া’।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দ তালিকায় ট্রাকটির দাম ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এ ঘটনায় শাহপরাণ থানায় এসআই সানাউল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।