সুনামগঞ্জে ৩৪ বোতল বিদেশী মদসহ যুবক আটক
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ারসহ ১ জনকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বুধবার রাতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত জালাল মিয়া (২৪) সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ইউপির বড়ইতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এ নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।