তাহিরপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের উদ্বোধন
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসনের পরিচালনায় হাওর পাড়ের শিশুদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সদরে আওয়ামীলীগের অফিসকে বিয়াম ল্যাবরেটরি স্কুল হিসেবে চালু করা হয়েছে।
উপজেলা সদরে বৃহস্পতিবার সকালে স্কুলটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার খাঁন মো.রেজা উন নবী। এসময় তিনি শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে নতুন বই হাতে তুলে দেন।
বর্তমানের স্থাপিত এ স্কুলটি আওয়ামীলীগের অফিস ছিল। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তা দখলে নেয় ছাত্র জনতা। পরে প্রশাসন এর নিয়ন্ত্রণ নেয়। সেখানেই স্কুলটি চালু করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাব্বির আহমেদ আখুঞ্জি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ।