মহানগর সভাপতি ডা: রিয়াজ, সেক্রেটারী মাহমুদুল হাসান
সিলেটে ইসলামী আন্দোলন মজলিসের শুরার দ্বি-বার্ষিক অধিবেশন সম্পন্ন
দৈনিকসিলেট প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের মজলিসের শুরার দ্বি-বার্ষিক অধিবেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল দশটায় নগরীর হোটেল ইষ্ট এন্ড হলরুমে অধিবেশন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এবং মহানগর জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুস শহীদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। জনগণ এখন নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব চায়। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী যারা বিগতদিন এদেশের সম্পদ পাঁচার করে, লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন না আবার ফেয়ার নির্বাচনের আশা দেখাবেন জাতিকে এটাকে আমরা বিশ্বাস করতে পারছি না। এদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া হলে এরা আবার দেশটাকে লুটেপুটে খাবে। তাই আমাদের জোরালো দাবি হচ্ছে এদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং নির্বাচন পদ্ধতি হতে হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চাওয়া অনুযায়ী (পিআর) সংখ্যানুপাতিক হারে। আপনারা সিলেটবাসী শাহজালাল রহ. উত্তরসূরী আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা জেগে উঠলে পুরো বাংলাদেশ জেগে উঠবে। আর যেন কোনো দুর্নীতিবাজ, লুটেরা ক্ষমতায় আসতে না পারে।
দ্বি-বার্ষিক অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষনা করা হয়েছে। সিলেট মহানগর কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। সিলেট জেলার শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুফতি সাঈদ আহমদ, সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, সেক্রেটারী হাফিজ ইমাদ উদ্দিন। এছাড়া মজলিসে শুরার অধিবেশনে উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন জেলা, মহানগর, থানা ও উপজেলা নেতৃবৃন্দ।