পথ শিশুদের নিয়ে বিপিএল-এর ট্রফি উন্মোচন করলেন অভিনেতা মুরাদ
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ পথ শিশুদের নিয়ে উন্মোচন করলেন এবারের বিপিএল-এর ট্রফি।
শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় হোটেল গ্রান্ড সিলেটে ট্রফি উন্মোচন করেন মুরাদ। তিনি সিলেট স্ট্রাইকার্স এর হোস্ট হয়ে দলকে উজ্জীবিত করে যাচ্ছেন নিয়মিত।
এসময় মুরাদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন,’সিলেটের মানুষ খেলার প্রতি খুবই আন্তরিক। একটা ট্রফি জয় মানুষকে আরো বেশি উৎসাহি করে তুলবে। আশাকরি এবার সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হবে।’ এসময় তার সঙ্গে ছিলেন দলের কো-হোস্ট জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন