আদর্শিক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমেই দেশে রাজনৈতিক সংস্কার সম্ভব: আশরাফুল আলম
দৈনিকসিলেট ডটকম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১০জানুয়ারি) দুপুর ২টায় নগরীর তালতলা রোর্ডের হোটেল ইষ্ট এন্ড পার্টি সেন্টারে “নগর সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ মকবুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকাওয়াত হোসাইন পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব জননেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশএর সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, নগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, সিলেট জেলা সভাপতি আলবাবূল হক্ব চৌধুরী সহ জেলা ও নগর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ দেশের সাধারণ শিক্ষার্থীরা অপরাজনীতি দেখতে দেখতে এখন রাজনীতি মানেই তাদের হৃদয়ের মানসপটে ভেসে ওঠে সন্ত্রাস, হল-দখল, সিট-বাণিজ্য, ধর্ষণ, মারামারি ইত্যাদি। আদর্শিক রাজনীতি চর্চা না হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যত হুমকির মূখে পতিত হয়েছে। যার ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনের লক্ষে ২৪এর গণ-অভ্যুত্থানে নিজেদের জীবন বিসর্জন দিতে রাজপথে নেমে এসেছে। নতুন করে দেশ গঠনে আদর্শিক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমেই এদেশে ছাত্র রাজনীতির সংস্কার সম্ভব।
প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সুলতান মাহমুদ বলেন,জুলাই-আগষ্ঠ বিপ্লবে আমরা রাজপথে রক্ত দিয়ে ফ্যাসিষ্ট সরকারের হাত থেকে এদেশকে মুক্ত করেছি। এবার দেশকে গড়তে আমাদের আরো পরিশ্রম করতে হবে। নিজেকে চতুর্মূখি যোগ্যতার অধিকারী হিসেবে উপস্থাপন করতে হবে।
প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে যারা মনোনীত হয়েছেন সভাপতি সাব্বির আহমদ তপু, সহ-সভাপতি জাকাওয়াত হোসাইন পাশা, সাধারণ সম্পাদক তানভীর আহমদ।