রাজনগরে ডা: সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয় মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
কামরুল আহমদ, রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে ডা: সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ে নওশাদ শাকাওয়াত ফাউন্ডেশনের USA, এর অর্থায়নে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
ডা: সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয় পাঁচটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে মেধা যাচাই বৃত্তি পরীক্ষার নেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন প্রধান শিক্ষক রথিন্দ্র ধর, তিনি বলেন এই বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন মোঃ শাকাওয়াত ও ডাঃ মিতা চৌধুরী তাদের অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে এই বিদ্যালয়টি ২০২১ সালে ডা: সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত করেন। ছাত্রীদের সংখ্যা এই বছরে আরও বেড়েছে এবং ছাত্রীদের যাতায়াতের জন্য বাস প্রাইভেট গাড়ির ব্যবস্থা করেন। আজকের এই মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে হতদরিদ্র এবং মেধাবীদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করা হবে। খলাগাও করিমপুর উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক আব্বাস আলী তিনি বলেন এই বিদ্যালয়ের শুরু থেকে আমি সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে আসছি। আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে আছি এবং রাজনগরের মধ্যে দুটি বালিকা উচ্চ বিদ্যালয় আছে তার মধ্যে একটি হচ্ছে ডা:সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়। ভাল শিক্ষকমন্ডলী তারা পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো হবে বলে আমি আশা করছি।
আরও উপস্থিত ছিলেন সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম, সহকারী শিক্ষিকা সাবিনা আক্তার, সহকারী শিক্ষিকা আলেহা বেগম, সহকারী শিক্ষিকা বিধী রানী দেব, শাকাওয়াত-মিতা কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষিকা, লালি বেগম, আলহাজ্ব আব্দুল মুক্তাদীর একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন, স্কলার ফাউন্ডেশনের মৌলভীবাজার চেয়ারম্যান, মেরাজ চৌধুরী প্রমুখ।