সুনামগঞ্জের দুই যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দুই উপজেলায় পৃথক দুটি স্থান থেকে মনির হোসেন (৩০) ও আকরাম হোসেন (২৯) নামে দুই যুবকের গলা, কান কাটা
মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সুনামগঞ্জের জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলায় দুটি ঘটনা ঘটেছে।
ররিবার গভীর রাতে জামালগঞ্জ ফেনারবাক ইউনিয়নের উড়ারপাড় হাওরের পাশের রাস্তা থেকে মুমূর্ষ অবস্থায় কিশোর অটোরিক্সা চালক আকরাম হোসেনকে মরদেহ করে পুলিশ।
নিহত আকরাম হোসেন (১৭) দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর বস্তিতে থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক।
অপর দিকে, শান্তিগঞ্জের উকারগাও হাওরের বোরো ধান ক্ষেত থেকে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনির হোসেন (৩০) উকারগাও গ্রামের মৃত মকসুদ মিয়ার ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ৷
জামালগঞ্জ থানার ওসি স.ম কামাল বলেন, মুমুর্ষ অবস্থায় শনিবার রাত ১টায় অটোরিক্সা চালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই আকরাম হোসেন মারা যায়। আমরা ঘাতকদের খুজে বের করতে কাজ করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ওসি মো. আকরাম আলী বলেন, নাক, কান কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷ এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।