সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

দৈনিকসিলেট ডেস্ক :
বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ট কন্ঠস্বর সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার (১১ জানুয়ারী) বিকাল ২.৩০টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় ১৩ জনের মধ্যে সেলাইন মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণের পূর্বে ১৩ জন সেলাই গ্রহীতাদের মধ্যে সেলাই প্রশিক্ষনের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন সেলাই প্রশিক্ষক রুনা মজুমদার।
সেলাই মেশিন বিতরণকালেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী প্রবাসী শাহরিয়া আলম রনি ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সেলাই মেশিন বিতরণের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান। সেলাই মেশিন গ্রহীতাদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রুমা মোদক। সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে মখছুছুর রহমান, সাগর দে, মোঃ উজ্জল আহমদ ও শাহি ইসলাম মারুফ।
সেলাই মেশিন বিতরণ কর্মসূচী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েতে বসবাসরাত বাংলাদেশী প্রবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে আগামীকাল ১৩ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বেলা ১১.৩০টায় ১০ মিনিট শোয়া কর্মসূচীতে প্রবাসী প্রেমী সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।