প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের পরিকল্পনা, ভুলে অন্যজনকে খুন!

দৈনিকসিলেট ডেস্ক :
প্রেমিকার স্বামী এবং বাবাকে হত্যা করার জন্য পরিকল্পনা অনুয়াযী লখনউয়ের এক ব্যক্তি খুনি ভাড়া করেছিলেন। কিন্তু ভুল করে আরেকজনকে হত্যা করে সেই ভাড়াটে খুনিরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনা।
প্রতিবেদনে বলা হয়, ভাড়াটে খুনিরা ভুলে একজন ট্যাক্সিচালককে খুন করে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের। এ ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৪টি তাজা গুলি, তিনটি মোবাইল ফোন এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে।
সিনিয়র পুলিশ অফিসার রবীণা ত্যাগী জানিয়েছেন, ৩০ ডিসেম্বর লখনউয়ের মাদেহগঞ্জে পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ রিজওয়ান। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের নজরদারি দল, বিশেষ অপারেশন গ্রুপ এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন আফতাব আহমেদ, ইয়াসির এবং কৃষ্ণকান্ত।
ঘটনাটি ঘটে গত গত ৩০ ডিসেম্বর। ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আফতাব আহমেদই ছিল হত্যার মূল পরিকল্পনাকারী। তার প্রেমিকার পরিবারকে হত্যায় মোটা অংকের অর্থ খরচ করে ভাড়াটে খুনিদের ঠিক করেন তিনি। কিন্তু ভাড়াটে খুনির দলটি ভুল করে প্রেমিকার বাবা ভেবে একজন ট্যাক্সিচালককে খুন করেন।
ঘটনার প্রথমে আফতাব ইয়াসিরের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে জানান, ‘তিনি তার প্রেমিকার স্বামী এবং বাবাকে হত্যা করতে চায়। এরপর ইয়াসির কৃষ্ণকান্তকেও পরিকল্পনায় জড়িয়ে ফেলে। তারা ৩০শে ডিসেম্বর রাতে মাদেহগঞ্জে পৌঁছে ওই নারীর বাবা ইরফানকে হত্যা করতে যায়। তবে ভুল পরিচয় বা অন্য কোনো কারণে তারা ট্যাক্সিচালক মোহাম্মদ রিজওয়ানকে হত্যা করে।’ সূত্র : এনডিটিভি