বিমানবন্দরে নরওয়ে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে শোয়া কর্মসূচী

দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা, সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারী) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েতে বসবাসরাত বাংলাদেশী প্রবাসীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও সাড়ে ১১টায় ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রবাসীরা দেশের সম্পদ, তাঁদেরকে সর্বক্ষেত্রে সর্ব-জায়গায় যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অনেক ভূমিকা রেখে যাচ্ছেন। প্রবাসীদের রেমিট্যান্স ২০২৪ এর আগষ্ট পরবর্তী সময়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে শীর্ষে পৌঁছাতে অন্যন্য ভূমিকা রেখে যাচ্ছেন তা অনস্বীকার্য। এই অগ্রযাত্রাকে নস্যাৎ করতে একটি কুচক্রীমহল কাজ করে যাচ্ছে। শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রবাসীর উপর হামলা ঘটনা তারই ইঙ্গিত বহন করে। সাধারণত একজন যাত্রী নরওয়ে থেকে যাত্রাপথে ট্রানজিট সহ প্রায় ২০/২৫ ঘন্টা ভ্রমন করে বাংলাদেশে আসেন। এতে বড় ভ্রমন করে যেকোনো মানুষই ক্লান্ত অনুভব করেন। এই সময় যাত্রীর সাথে বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা কিরূপ আচরণ করবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশী প্রবাসীর সাথে নিরাপত্তা কর্মীদের আচরণ আমাদেরকে চরমভাবে ক্ষুদ্ধ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে মনে হল ১০/১৫ জন একসাথে প্রবাসীর উপর ঝাপিয়ে পড়ে টেনে হিছড়ে ভিতরে নিয়ে অমানবিক হামলা করে রক্তাক্ত জখম করে। অথচ নির্মম ঘটনাকে ধামাচাপা দিয়ে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট কিভাবে প্রবাসীকে জরিমানা করলেন? তাতে আমরা হতভাগ!
বক্তারা আরো বলেন, বিমানবন্দর থেকে ভিআইপি প্রথা বাতিল করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী প্রবাসী প্রত্যেকেই একজন ভিআইপপি। সেই জায়গা ভিআইপি বলতে কোনোকিছুই থাকতে পারে না। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। তাঁদের পরিশ্রমের ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান, অথচ প্রবাসীদের সঙ্গে এসব আচরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আগামী এক সপ্তাহের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশী প্রবাসীর সাথে অহেতুক ঘটনার অজুহাতে যে নৃশংস ও নির্মম হামলা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে কর্তব্যরত বিচারক সহ তাদেরকে চাকুরীচ্যুত করার দাবী জানানো হয়। তা না হলে আগামী এক সপ্তাহ পরে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচী সহ কঠোর কর্মসূচী গ্রহণ করার হুশিয়ারী দেন বক্তারা।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার। প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচীতে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ। প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচীতে প্রবাসী প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল পার্টি সিলেট মহানগরের সভাপতি মোঃ জামাল আহমদ, সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ আজমল আলী, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমেদ, সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সাগর দে, মোঃ আফজাল হোসেন, ওলিউর রহমান, মোঃ জুয়েল মিয়া ও মোঃ সুহেল মিয়া।