হাওরে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারের পাশে টাংগুয়ার হাওরের পাড়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট সদর দপ্তর মৌলভী বাজার এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা ডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা, শ্রীপুর দঃ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শিমুল আহমেদ, মিসবাহ উদ্দীন পলাশ, ১নং ওয়ার্ড ইউপি সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।