শুরু হলো ইসলামিক রিলিফের তথ্য সংগ্রহ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের সুপ্রিম এশিয়া প্রকল্পের উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ (সিআরএ), স্থানীয় অভিযোজন কর্ম-পরিকল্পনা (লাপা) ও দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ইসলামপুর পশ্চিম ইউপির ১,২ ও ৩নং ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের তথ্য সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক রিলিফের জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ওহিদুল ইসলাম, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, পশ্চিম ইসলামপুর ইউপির ২নং ওয়ার্ড সদস্য শেখ ফরিদ, ৩নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তথ্য সংগ্রহ কার্যক্রমে সমন্বয় করেছেন ইসলামিক রিলিফের প্রকল্প কর্মকর্তা মো. গাজিউর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা সাইফুল আলম, মো. রুবেল মিয়া এবং ইসলামিক রিলিফের মাস্টার ট্রেইনাররা।