লাখাইয়ে সমলয় পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে চারা রোপনের উদ্বোধন

মহসিন সাদেক, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে ২০২৪-২৯২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি ২০২৪-২০২৫ মৌসুমে সমলয়ে চাষাবাদের নিমিত্তে রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর বেলা উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন এর বামৈ মারুগাছ দক্ষিণ মাঠে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর অংশ হিসাবে আনুষ্ঠানিক ভাবে ধানের চারা রাইস ট্র্যান্স প্লান্টার এর মাধ্যমে রোপনের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান।
উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য ও ফারুক তালুকদার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ,উপ-সহকারী কৃ,কৃষি কর্মকর্তা টিপু ফরাজি, উদ্যোক্তা কৃষক মুক্তার হোসেন।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া, গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল।