প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জৈন্তাপুর শাখার কমিটি গঠন

জৈন্তাপুর প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং-এস- ১২০৬৮ সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বাষির্ক (২০২৫-২০২৭) পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি গঠিত হয়।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুর ৪টায় জৈন্তাপুরস্থ লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে আহবায়ক উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব এর সভাপতিত্বে ও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন চন্দ্র দেব এর পরিচালনায় আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উত্তর বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখরুল আলম। এছাড়া সভায় বক্তব্য রাখেন ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিন্টু চন্দ্র পাল, কাপনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় চক্রবর্তী, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা নুরুন নাহার বেগম ডলি, বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. লিলি আক্তার, বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সুচন্দা শর্মা, জান্নাতুন নেছা, আকলিমা আক্তার, নাজমা বেগম, নূরুন নেছা, রেজু বেগম, শাহানারা বেগম শানু, উষা শর্মা, আবেদা বেগম, মোছা, মিস ফাতেমা বেগম, হাফসা আক্তার মুন্নি, মোছা. হাসিনা বেগম, আল্পনা স্বার্থী, রুপক চক্রবর্তী, ক্লিনটন কুমার দেব, মো. জালাল উদ্দিন, কৃষ্ণ বিশ্বাস, নির্মল চন্দ্র মিস্ত্রী, অসীম কুমার বিশ্বাস, এ.এম আতকিয়া, ফয়জুর রহমান আজাদী, ছয়ফুল আলম, তাজুল ইসলাম, হোসনেয়ারা বেগম, সংগীতা রানী দে, মো. মাহবুবুল আম্বিয়া, মো. জাকারিয়া, মো. ইয়াহিয়া প্রমুখ।
সভায় আলোচনা শেষে ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকারিয়াকে সভাপতি, লুৎমহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি গঠিত হয় এবং আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
সহকারী শিক্ষক সমিতির উপদেষ্টা সদস্যরা হলেন-চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহমদ, দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ আজাদ, শুকইনপুর ফরফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল হাসান, ডুলটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ মিয়া, চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আহমদ।
৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক সদস্যরা হলেন, সভাপতি মো. জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি বিজেন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আম্বিয়া, কোষাধক্ষ্য মো. ছয়ফুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফয়জুর রহমান আজাদী, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনেয়ারা বেগম, প্রচার সম্পাদক এ. এম আতকিয়া, ক্রীড়া সম্পাদক ক্লিনটন কুমার দেব কে পদায়ন করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।