সারাদেশের পাথর ও বালু মহাল খুলে দেয়ার সংবাদে সিলেটে আনন্দ মিছিল

দৈনিকসিলেট ডেস্ক :
শীঘ্রই সারাদেশের বন্ধ থাকা গেজেটভুক্ত পাথর কোয়ারী সমূহের ইজারা কার্যক্রম শুরু হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারির জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মোস্তফা স্বাক্ষরিত (স্মারক নং-২৮.০০.০০০০.০২৮.৩১. ০০৪.১৮.১২) পত্রে পূর্বের আদেশটি বাতিল করায় সারাদেশ সহ সিলেটের বন্ধ থাকা সকল পাথর ও বালু মহাল থেকে পাথর, বালু, সাদামাটি উত্তোলনে আর বাধা রইল না।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রমজীবী মানুষের পক্ষ থেকে গতকাল রাত ১০টায় কদমতলী বাস টার্মিনালে আনন্দ শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদের সভাপতিত্বে ও পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের আহবায়ক, সাংবাদিক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আরিফ আহমেদ সুহেল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জুহাইর, সহ-সভাপতি আব্দুস সাত্তার মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেটের সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ, সহ-সভাপতি আব্দুল মান্নান, অর্থ সম্পাদক কামরান আহমদ, বাস মালিক সমিতির নেতা নোমান আহমদ, নিয়াজ আহমদ, জিতু মিয়া, নজরুল ইসলাম, ময়না মিয়া, আবুল হাসনাত, মনসুর আলম, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহ-সভাপতি শরিফ আহমদ, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ লস্কর, প্রচার সম্পাদক আব্দুস সামাদ রহমান, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, সদস্য আলী আহমদ, আব্দুল জলিল, দক্ষিণ সুরমা আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি জুমেল আহমদ, জমির আহমদ, আব্দুস সালাম, শাহপরাণ আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক বাবলা মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কদমতলী শাখার সভাপতি সৈকতুল হাসান শিহাব প্রমুখ।
আনন্দ মিছিল পরবর্তী শোকরানা সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা লোকমান আহমেদ সিলেটবাসীর পক্ষ থেকে অর্ন্তবতীকালীন সরকারকে অভিনন্দন জানান এবং আগামী এক সপ্তাহের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের ২০১৪ সালের পাথর উত্তোলন গাইডলাইন অনুযায়ী সেনাবাহিনী অথবা প্রশাসনের মাধ্যমে খাস কালেকশন শুরু করে পাথর বালু উত্তোলনের কার্যক্রম চালু করার আহবান জানান।