মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারকালে যুবক আটক

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে বালিশের ভেতরে করে গাঁজা পাচারকালে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় মাধবপুর থানার এসআই সাইদুর রহমান ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ওয়াসির আহমেদ হাবিব আহসান হাবীব (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেন।
সে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের শায়েস্তাপুর গ্রামের মো: শাহজাহান মিয়ার পুত্র।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।