ফেসবুকে সবাইকে সতর্ক করে পোষ্ট
চুনারুঘাটের ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবী

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি নাম্বার ক্লোন করে টাকা চাওয়া হয়েছে। হ্যাকারের কথায় কোনও প্রকার লেনদেন কিংবা দাপ্তরিক কাজ না করে সরাসরি তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ইউএনও মোহাম্মদ রবিন মিয়া।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) চুনারুঘাট উপজেলা প্রশাসন ফেইসবুক আইডি থেকে তিনি এ পোস্ট করেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিন মিয়া উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ বলছিলাম। আমার 01730331142 নাম্বার টি ক্লোন হয়েছে।এই নম্বর থেকে ফোন করলে কোন প্রকার আর্থিক দেনদেন থেকে বিরত থাকবেন।
তিনি জানান, আমার অফিসিয়াল ফোন নম্বর 01730331142 ক্লোন করা হয়েছে।উক্ত নম্বর থেকে যোগাযোগ করে (UNO নাম লেখা উঠবে অথবা পরিচয় দেবে) কারো কাছে আর্থিক লেনদেন করতে বললে অথবা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে আমার সাথে ব্যক্তিগতভাবে সংযুক্ত হওয়ার পরামর্শ রইলো। এক্ষেত্রে কলারের ফোনটি কেটে আমার 01730331142 এই নম্বরে ফোন ব্যাক করে অথবা হুয়াটসঅ্যাপে কথা বলে নিশ্চিত হয়ে নিন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, আমার সরকারি নাম্বার ক্লোন করে এক চাউল ব্যবসায়ীর কাছে টাকা চাওয়া হয়েছে। ওই ব্যক্তি এসে আমাকে ঘটনাটি জানালে ক্লোনের বিষয়টি প্রকাশ পায়।