হবিগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে ৮টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার দিবাগত রাতে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, রাত প্রায় সাড়ে ১২টার মোড়াকরি বাজারে হাফেজ কুতুব মিয়ার মার্কেটে থাকা একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের চেষ্টায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, আগুনে ৫টি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যাওয়াসহ ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হবে।