তারুণ্যের উৎসবে দেশ যুব সংগঠন সিলেটের প্রস্ততি যুব সমাবেশ

দৈনিকসিলেট ডেস্ক :
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সামনে রেখে দেশ যুব সংগঠন সিলেট উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠের পাশে প্রস্তুতি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেটের জনপ্রিয় অভিনয়শিল্পী ও যুব সংগঠক মো: কামালের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সীমা রানী বিশ্বাসের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মো: নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, তরুণরা যুব সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে ইতিবাচক ভূমিকা পালন করবেন। এ সমাবেশে যুব সমাজের ভূমিকা, নীতি-নৈতিকতা এবং নৈতিক অবক্ষয়ের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়। সমাবেশে দেশ যুব সংগঠন সিলেট ২০২৫ সালের বিভিন্ন কর্মসুচী উদ্যোগ গ্রহন করনে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে। বেকার রোধকরণ ও জনসতচেনমূলক উঠান বৈঠক বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম ও উদ্যোক্তা তৈরি করা হয়।
দেশ যুব সংগঠন সিলেটের শ্রেষ্ঠ যুব সংগঠক মো: কামাল জানান, যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যে এইসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগ যুবকদের কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরনরে উদ্যোগ যুব সমাজকে আরও শক্তিশালী ও সচতেন করার পথ প্রশস্ত করবে, যা দেশের সার্বিক উন্নতির জন্য গুরুত্বর্পূণ।