বিশ্বনাথে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আর রাহমান এডুকেশন ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
সিলেটের বিশ্বনাথে গরীব ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ”মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
শুক্রবার( ১৭ জানুয়ারি ) উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জার গাঁও গ্রামে অবস্থিত মিসবাহুল হুদা মাদ্রাসায় ২০২৫ সালের প্রথম প্রজেক্ট হিসেবে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সেক্রেটারি মাওলানা আবদুল মালিক।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বুরকি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির , হাফিজ আনসারুল হক , মিছবাহুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকি।
প্রধান অতিথি বলেন, গরীব-দুস্থ মানুষের জন্য শীতকাল কিছুটা কষ্টের। অনেকের শীতের গরম পোশাক বা শীত নিবারণে সামান্যতম কাপড় থাকেনা।সব বয়সী মানুষ এই তীব্র শীতে বহু কষ্টে আছে। তাই এসব সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে আর রাহমান এডুকেশন ট্রাস্টের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সমাজের যারা বিত্তশালী আছেন তারাও আর রাহমান এডুকেশন ট্রাস্টের মতো শীতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই। তিনি আরো বলেন; শীতার্তদের রক্ষা ও সামর্থ্যরে ভিত্তিতে সাহায্য-সহযোগিতা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এটা অন্যতম একটি মহৎ ইবাদতও বটে।পরে আগত অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে এ সব শীতবস্ত্র বিতরণ করেন।