জাতীয়তাবাদী বাউল দলের সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে। গীতিকার নজরুল ইসলাম আহবায়ক এবং সাংবাদিক-সংস্কৃতিকর্মী আফতাব উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন গীতিকার-বাউল সালাম নুরী।
এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন বাউল আশরাফ আলী, সাংবাদিক মোজাম্মেল আলম ভূইয়া, বাউল তছকীর আলী, বাউল নিজাম উদ্দিন সরকার, গীতিকার-বাউল, সাংবাদিক আল-হেলাল, হাসান চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক আশরাফুল আলম তালুকদার, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, গীতিকার-বাউল হুমায়ূন কবীর।
অন্যান্য সদস্যবৃন্দ হলেন-এনামুল হক রুবেল, বাউল সফাজ্জুল কবীর, বাউল হানিফ সরকার, বাউল জোবায়ের সরকার, আব্দুল করিম, কবি নজরুল ইসলাম রানা, বাউল রাজিল উদ্দিন, কিচ্ছা শিল্পী বাউল তারা খাঁন, বাউল আব্দুর রহিম, বাউল রুহেল আলম তালুকদার, গীতিকার জমির আলী, জিলু মিয়া, বাউল শফিকুন নূর, বাউল আব্দুর রব উদাসী, বাউল রাসেল রানা, বাউল জয়নাল আবেদীন, বাউল আমজাদ পাশা, ইকবাল হোসেন জয়, আতাউর রহমান, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম মোল্লা, সুজাফর মিয়া, রমিজ উদ্দিন, রবিউল আলম লাটসাব, আফছার মোড়ল আরিফ, বাউল রসিদ উদ্দিন সরকার, শামীম সাজ্জাদ, মখদ্দুছ আলী, গীতিকার ইসলাম উদ্দিন, বাউল আজিজুল রহমান, বাউল রুখসানা ভান্ডারী, বাউল সেলিম সরকার, তুতি মিয়া, বাউল কবির হোসেন, বাউল আতাবুল মিয়া, বাউল বিরাজ আলী, বাউল লুৎফুর রহমান, বাউল রাসেল আহমদ ও আব্দুস সালাম ভান্ডারী সহ অনেকে।
রাজধানীর মীরপুরে অবস্থািত কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সভার মাধ্যমে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কমিটি অনুমোদন দেয়া হয়। জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রফিকুল ইসলাম তুহিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এবি ফরিদ আহম্মেদ স্বাক্ষরিত পত্রে কমিটি অনুমোদিত হয়। অনুমোদিত পত্রে আগামী ৩ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনে তাগিদ দেয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ডাবলু, মোহাম্মদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মামুন চিশতি, সাংগঠনিক সম্পাদক সেলিম সরকার, বনানী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।