বিশ্বনাথে দারুল কুরআন মাদ্রাসার ওয়াজ ও দোয়া মাহফিলের প্রস্তুতি সভা

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন ফয়েজে আম মাদ্রাসার (মিরেরচর, দূর্যাকাপন, মিয়াজানের গাঁও, সত্তিশ) বার্ষিক ইসলামি সম্মেলন ও প্রতিষ্ঠাতাদ্বয় মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন রহ., মাওলানা শামসুল ইসলাম রহ.স্মরণে দোয়া মাহফিল, স্মৃতিস্মারক উন্মোচন এবং আন্তর্জাতিক নাশিদ অনুষ্ঠানকে সামনে রেখে এক প্রস্তুতি সভা শনিবার (১৮ জানুয়ারি) সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
হাজি ছাতির আলীর সভাপতিত্বে ও মজলিশে শুরার অন্যতম সদস্য আব্দুল মতিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, মাওলানা শাহ রশিদ আহমদ মিয়াজানী, আখলু মিয়া, সাবেক কাউন্সিলর রফিক হাসান, সমাজসেবী মাশুক মিয়া, মহাজন আরশ আলী রেজা, মাওলানা ফখরুল ইসলাম ,মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, মোহাম্মদ আয়না মিয়া, মাওলানা ফয়জুর রহমান, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ শাহিদ মিয়া, মোহাম্মদ ফয়জুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ওবায়দুল হক, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা খায়রুল ইসলাম, ফয়জুর রহমান, রাসেল মিয়া, লায়েক আহমদ, হাবিবুর রহমান, সিকন্দর আলী, ইছহাক আলী, বকুল মিয়া, মানিক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।