কাজিরবাজার মাদ্রাসার সম্মেলন সফল করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা

দৈনিকসিলেট ডেস্ক :
বীর মুজাহিদ খ্যাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহ. প্রতিষ্ঠিত জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার দুইদিন ব্যাপী ইসলামি মহাসম্মেলন সফল করায় সিলেটবাসীকে মুবারকবাদ জানিয়েছেন বর্তমান প্রিন্সিপাল আল্লামা শায়খ আব্দুস সুবহান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি সিলেটের সর্বস্তরের মুসলিম জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শুক্র ও শনিবার (১৭ ও ১৮ জানুয়ারি) মাদ্রাসাটির দুইদিন ব্যাপী ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশ ও বিদেশের প্রখ্যাত বুযুর্গ, ইসলামিক স্কলারগণ আলোচনা পেশ করেন।
এক বার্তায় বর্তমান প্রিন্সিপাল আল্লামা শায়খ আব্দুস সুবহান বলেন, হাটি হাটি পা পা করে এই জামেয়া ৫০বছর পেরিয়েছি। মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য কমিটি, সিলেটবাসী, দাতাব্যক্তিরা, উস্তাদছাত্র, ফাযিলদের ভূমিকা স্মরণীয়। সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।