বড়লেখায় তালিমপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে স্থানীয় মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন তালিমপুর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি রাহেল আহমদ।
যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন উপদেষ্টা মোঃ আব্দুল বাছিত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ মুহিবুর রহমান, পরিষদের উপজেলা সহ-সভাপতি ও কার্যনির্বাহি সদস্য মোঃ মামুনুর রশিদ, মো: জহির আলী, মনজুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক তাওহীদ সারওয়ার মান্না ও আব্দুল মালিকসহ প্রমুখ।
এসময় যুব কল্যাণ পরিষদের তালিমপুর ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলনে পরিষদের সভাপতি রাহেল আহমদ এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সাজুকে মনোনীত করে ২১সদস্য বিশিষ্ট কার্যকরি এবং ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।