সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আনোয়ার হোসেন

দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন চৌধুরী।
মো. আনোয়ার হোসেন চৌধুরী মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ (গণিতের অধ্যাপক) পদে সংযুক্ত ছিলেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বোর্ডগুলো হলো যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর।
অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (গণিতের অধ্যাপক) মো. শামসুল ইসলাম কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।