এলপিজি পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস রিফিলিং ও ক্রস ফিলিং বন্ধে স্মারকলিপি

দৈনিকসিলেট ডেস্ক :
এলপিজি পাম্প হতে সিলিন্ডারে গ্যাস রিফিলিং ও ক্রস ফিলিং বন্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোঃ মোজাহিদুল ইসলাম নিকট শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট এলপিজি ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট এলপিজি ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী খোকন, সহ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান সাব্বির প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট অঞ্চলের বিভিন্ন এলপিজি পাম্প অনৈতিকভাবে গ্যাস রিফিলং করে বেআইনিভাবে বাজারজাত করণের মাধ্যমে গ্যাস বিক্রয় করছে। যা বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বিভিন্ন স্থানে সিলিন্ডার হতে গ্যাস কমিয়ে ক্রস ফিলিংয়ের মাধ্যমে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এসব কর্মকান্ডে আমরা এলপিজি ব্যবসায়ীরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব অসাধু ব্যবসায়ী ও পাম্প ব্যবসায়ীদের কর্মকান্ডে জনসাধারণ ধোঁকার সম্মুখীন হচ্ছে এবং আমরা এলপিজি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়টি সুবিবেচনাপূর্বক জরুরী ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।